familiarit

Contact

+8801738147827

email

juelrana@familiarit.com

সরকারী কর্মচারীদের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সেবা

 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সেবাসমূহ:

 

সাধারণ চিকিৎসা অনুদান:

এটি সরকারী কর্মচারীদের প্রদত্ত সেবাসমূহের মধ্যে অন্যতম। সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের কর্মরত/অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাদের পরিবারের সদস্য  এবং মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের সাধারন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। এ অনুদান প্রতি বছর (বর্ষপঞ্জি অনুযায়ী জানুয়ারি–ডিসেম্বর) একবার সর্বোচ্চ টা: ৪০,০০০/- (চল্লিশ হাজার) পর্যন্ত এ অনুদান প্রদান করা হয়। কর্মচারী নিজের জন্য আজীবন এবং পরিবারের সদস্যদের জন্য কর্মচারীর বয়স ৭৫ (পঁচাত্তর) বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন। আবেদন ফরমে বর্ণিত নিয়মাবলী অনুযায়ী আবেদনপত্র দাখিল করতে হয়। সাধারন চিকিৎসা অনুদান এর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন>

 

২। মাসিক কল্যাণ ভাতা অনুদান:

অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে নিজেকে এবং কর্মরত/অবসর অবস্থায় মৃ্ত্যুবরণকারী কর্মচারীর ক্ষেত্রে তার পরিবারকে কর্মচারীর বয়স ৬৯ (উনসত্তর) বছর বা অনুর্ধ্ব ১৫ (পনের) বছর পর্যন্ত যা আগে আসে ভিত্তিতে প্রতি মাসে সর্বোচ্চ টা: ২,০০০/- (দুই হাজার) হিসেবে কল্যাণ ভাতা কেন্দ্রীয়ভাবে EFT এর মাধ্যমে প্রদান করা হয়।

 

৩। যৌথবীমার এককালীন অনুদান:

চাকুরিরত/পিআরএল ভোগরত অবস্থায় কোন কর্মচারী মৃত্যুবরণ করলে মরহুমের পরিবার/ উত্তরাধিকারীগণকে বিধি মোতাবেক যৌথবীমার অনুদান বাবদ এককালীন টাকা=২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র প্রদান করা হয়।

কল্যাণ বোর্ডের সেবাসমূহ

৪। দাফন/অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান:

কোন কর্মচারী ৭৫ বছর বয়সের মধ্যে মৃত্যুবরণ করলে মরহুমের ওয়ারিশগণকে দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া এবং কর্মচারীদের আয়ের উপর নির্ভরশীল সদস্যদের মৃত্যু জনিত কারণে দাফন/ অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাবদ সর্বমোট টা: ১০,০০০/- (দশ হাজার) মাত্র প্রদান করা হয়।

 

৫। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর শিক্ষাবৃত্তি অনুদান:

সরকারের অসামরিক খাতে কর্মরত (ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতীত) এবং বোর্ডের তালিকাভুক্ত ২০টি স্বায়ত্তশাসিত সংস্থার ১৩-২০ গ্রেডের সরকারি কর্মচারীর অনধিক ২ (দুই) সন্তানের জন্য ৬ষ্ঠ শ্রেণি হতে তদুর্ধ্ব শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রতি অর্থবছরে একবার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত ২০টি স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত/মৃত কর্মচারীর সন্তানদের জন্য নবম শ্রেণি হতে তদুর্ধ শ্রেণিতে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য প্রতি অর্থবছরে একবার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ অনুদান অক্ষম/অবসরপ্রাপ্ত/মৃত কর্মচারীর বয়স ৭৫ (পঁচাত্তর) বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রদান করা হয়। প্রতি অর্থবছরের জানুয়ারি মাসে অনলাইনে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয় এবং জুন এর মধ্যে আবেদন নিষ্পত্তি করা হয়ে থাকে। অনুমোদিত টাকা ইএফটির মাধ্যমে আবেদনকারীর ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়।


৬। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান:

কর্মরত ও পিআরএল ভোগরত কর্মচারী শুধু নিজের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বাবদ সমগ্র চাকুরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই লক্ষ) টাকা অনুদান প্রদান করা হয়। এটি সরকারী কর্মচারীদের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সমূহের মধ্যে অন্যতম। এ অনুদান শুধু বোর্ডের প্রধান কার্যালয়, ঢাকা হতে প্রদান করা হয়। ক্যান্সার, হৃদরোগ, কিডনি-ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস-মেলিটাস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ-সংযোজন সংক্রান্ত রোগ ও দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া এবং এ সংক্রান্ত মেডিকেল বোর্ড কর্তৃক জটিল ও ব্যয়বহুল রোগ বলে চিহ্নিত যে কোন রোগ এর অন্তর্ভুক্ত হবে। জটিল ও ব্যয়বহুল রোগে দেশে ও বিদেশে চিকিৎসা অনুদানের জন্য ফরম নং ৮ এ আবেদন করতে হয়।

আরও জানতে ভিজিট করুন www.bkkb.gov.bd

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *